-Business name Registration-
প্রথমেই নিতে হবে আপনার পছন্দের কোম্পানীর নামের ছাড়পত্রঃ
একটি কোম্পানী রেজিষ্ট্রেশনের এটি হলো প্রথম ধাপ। আপনি বা আপনার যে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন করতে চান সেই প্রতিষ্ঠানের নামে আগে কোন প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন হয়েছে কিনা তা খুজে দেখাই এ পর্যায়ের উদ্দেশ্য। যাতে কিনা একই নামে একাধিক প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন না হয়। নামের ছাড়পত্র হলো কোম্পানী রেজিষ্ট্রেশন এর একটি অপরিহার্য ডকুমেন্ট।
নামের ছাড়পত্র নেয়ার জন্য যে সকল নিয়ম মেনে চলতে হবে তাহলোঃ
ক) প্রথমেই এই লিংক এ http://www.roc.gov.bd:7781 গিয়ে একটি আইডি খুলুন।
খ) নামের ছাড়পত্র চেয়ে একটি আবেদন করতে হবে।
গ) আবেদন পত্রটি রেজিষ্ট্রার জয়েন্টস্টক এর বরাবর করতে হবে।
ঘ) নামের ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি, নির্ধারিত ব্যাংক এ জমা রশিদ সাথে দিতে হবে।
ঙ) আপনার পছন্দের নামটি অন্য আগের যে কোন নামের সাথে মিলে যেতে তাই আগে থেকেই তিনটি নাম আবেদনপত্রে উল্লেখ করে দেওয়া ভাল।
চ) নামের ছাড়পত্রটি ১৮০দিন পর্যন্ত বহাল থাকবে এর মধ্যেই আপনাকে রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র, ফি জমা দিতে হবে। অন্যথায় আপনার নামের ছাড়পত্রটি বাতিল হয়ে যাবে।