মহামান্য হাইকোর্ট ২০১০ সালে শিক্ষা প্রতিষ্ঠানে বেত্রাঘাত নিষিদ্ধ করে আদেশ দেন। সে সাথে Corporal punishment এর একটি টেকনিক্যাল ও ওপেন সংজ্ঞা দিয়ে এই সাজা নিষিদ্ধ করেন।
ব্যক্তিগত জীবনে আমি অনেক জায়গায় থেকেছি। যাদেরকেই জিজ্ঞেস করেছি যে পড়াশোনা ছেড়ে ছিলেন কেন? তাদের ৯৫% বলেছেন অমুক শিক্ষকের গণিত করতে পারি নাই তাই পিটিয়েছে তারপর আর স্কুলে যায়নি, অমুক শিক্ষকের ইংলিশ পড়া পড়ে যায় নাই তাই পিটিয়েছে তারপর আর স্কুলে যায়নি। দারিদ্রতা বা অন্য কোন কারণে পড়াশোনা ছেড়েছেন এমন সংখ্যাটা খুব কম।
আজ ১২ বছর পর বেত্রাঘাত নেই, শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়া সংখ্যাটাও কমেছে উল্লেখযোগ্য হারে।