Law to Justice Uncategorized ফাঁসির আসামি নিজ এলাকার তাই বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করলেন সর্বোচ্চ আদালতের এক বিচারপতি

ফাঁসির আসামি নিজ এলাকার তাই বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করলেন সর্বোচ্চ আদালতের এক বিচারপতি

একটি হত্যা মামলার আপিল শুনানির জন্য গঠিত বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ননী। ওই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পাশের গ্রামের হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে কিশোরগঞ্জের ইটনা থানার ছিলনী গ্রামের বাসিন্দা মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের আপিল শুনানি চলছিল। শুনানিকালে আসামি মকবুলের গ্রামের নাম শুনে বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, এর বাড়ি আমার পাশের গ্রামে। এ মামলার শুনানিতে আমি থাকতে চাই না। তখনই প্রধান বিচারপতির অনুমতি ক্রমে তিনি মামলার শুনানির বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

2 thoughts on “ফাঁসির আসামি নিজ এলাকার তাই বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করলেন সর্বোচ্চ আদালতের এক বিচারপতি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুসলিম উত্তরাধিকার আইনমুসলিম উত্তরাধিকার আইন

#শেয়ারার কারা: পবিত্র কোরআনে ১২ জনের অংশ নির্ধারিত করে দিয়েছে। যাদের আমরা শেয়ারার বলে থাকি। এই ১২ জন হলেন– ১. বাবা  ২. মা ৩. স্বামী  ৪. স্ত্রী  ৫.কন্যা  ৬. পুত্রের