প্রশ্ন নং-১
অসুস্থ ব্যক্তি এতটাই দূরে থাকেন যেখান থেকে কোন ভাবেই রেজিস্ট্রি অফিসে এসে জমি রেজিস্ট্রেশন করতে পারবেনা সেক্ষেত্রে কি করনীয় বা কিভাবে জমি রেজিস্টারি দিবে?
উত্তরঃ
(ক) কমিশন গঠন করার জন্য আবেদন করা( সেকশন ৪১ অব রেজিস্ট্রেশন আইন)
(খ) ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর কাছে গিয়ে পাওয়ার অব এটর্নি নেওয়া যেতে পারে। (সেকশন ৩৩ অব রেজিস্ট্রেশন আইন)
প্রশ্ন নং-২
স্বামী মারা গেলে স্ত্রী (কোনো সন্তান নাই ) কতো ভাগ সম্পত্তি পাবে। এখানে কি অন্য কেউ কি ভাগ পাবে যেমনঃ স্বামী এর ভাই?
উত্তরঃ .১/ সন্তান না থাকলে স্ত্রী ১/৪ ভাগ পাবে মানে ১০০ টাকায় ২৫ টাকা, মা জীবিত থাকলে ১/৬ অংশ পাবে মানে ১৬.১৭ টাকা। অবশিষ্ট অংশ পিতা পাবে (মাতা না থাকলে সেটিও পিতা পাবে)। কোন ভাই বোন পাবে না। পিতা মাতা না থাকলে জীবিত ভাই বোন অবশিষ্ট সম্পত্তি ২:১হারে পাবে।
প্রশ্ন নং-৩
বিদেশে থাকা অবস্থায় জমি অন্যকে লিখে দেওয়া যাই? যেমনঃ স্বামী যদি বিদেশে থাকে এবং সে যদি তার সকল সম্পত্তি তার স্ত্রীর কে লিখে দিতে চাই বিদেশে থাকা অবস্থায়। এই টা কি করা যেতে পারে? যদি করা যাই কি ভাবে করা যাবে?
উত্তরঃ
২/ দেশ হতে আমমোক্তারনামা দলিল পাঠিয়ে বিদেশ হতে সম্পত্তি বিক্রি করার জন্য আমমোক্তার নিয়োগ করা যাবে।