Law to Justice News ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও সম্পত্তি জব্দের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের নেই: মহামান্য হাইকোর্ট‌

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও সম্পত্তি জব্দের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের নেই: মহামান্য হাইকোর্ট‌

ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও সম্পত্তি জব্দের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের নেই: মহামান্য হাইকোর্ট‌

হাইকোর্ট রায়ে বলেছেন, কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক বা ব্যাংক হিসাব ফ্রিজ করতে চাইলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সিনিয়র স্পেশাল জজ বা বিচারিক আদালতে আবেদন করতে হবে। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সন্তুষ্ট হয়ে আদেশ দিলে তখন ব্যাংক হিসাব ফ্রিজ বা সম্পত্তি ক্রোক করার সুযোগ রয়েছে। এমনকি সেই সম্পত্তি যদি অপরাধলব্ধও হয়ে থাকে।

আদালতের অনুমতি ছাড়া কারও ব্যাংক হিসাব ফ্রিজ কিংবা সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 


বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

আদালত আরও বলেন কারো সম্পত্তি ক্রোক বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা করতে পারেনা

Jugantor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টনির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন হাইকোর্টকে জানান, তিনি মোবাইল

হাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতিহাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকার্য ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা করার জন্য ১২ টি বেঞ্চ গঠন করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়ালি বিচার কার্য পরিচালনার জন্য মহামান্য হাইকোর্টের

১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সবগুলো বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ ক্রমে রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর