Law to Justice News ১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন

১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সবগুলো বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ ক্রমে রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতে আগামী ১১ আগস্ট থেকে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

আসামীর পরিচয় সনাক্তকরণে দেশের সকল থানা ও কারাগারসমূহে বায়োমেট্রিক পদ্ধতি ক্রমান্বয়ে চালুর নির্দেশ দিয়েছেন হাই কোর্টআসামীর পরিচয় সনাক্তকরণে দেশের সকল থানা ও কারাগারসমূহে বায়োমেট্রিক পদ্ধতি ক্রমান্বয়ে চালুর নির্দেশ দিয়েছেন হাই কোর্ট

আসামীর পরিচয় সনাক্তকরণে দেশের সকল থানা ও কারাগারসমূহে বায়োমেট্রিক পদ্ধতি ক্রমান্বয়ে চালুর নির্দেশনা প্রদান। জহিরুদ্দিন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল। একজন আসামি জহিরুদ্দিনের নাম ব্যবহার করে জেল খেটে জামিন নিয়ে

নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টনির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন হাইকোর্টকে জানান, তিনি মোবাইল

হাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতিহাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকার্য ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা করার জন্য ১২ টি বেঞ্চ গঠন করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়ালি বিচার কার্য পরিচালনার জন্য মহামান্য হাইকোর্টের