Law to Justice News নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট

নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথ প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন হাইকোর্টকে জানান, তিনি মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের সঙ্গে যোগাযোগ করবেন।

মাননীয় বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন বেশ কয়েক মাস যাবত পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের খাস কামরায় বসে বিচার করছেন যা আইন অনুযায়ী তারা করতে পারেন না, ঘটনাস্থলে তারা বিচার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

হাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতিহাইকোর্টের বারোটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকার্য ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা করার জন্য ১২ টি বেঞ্চ গঠন করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চুয়ালি বিচার কার্য পরিচালনার জন্য মহামান্য হাইকোর্টের

১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন১১ আগস্ট থেকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের সকল বেঞ্চ বিচারকার্য পরিচালনা করবেন

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সবগুলো বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশ ক্রমে রোববার (৮ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর

চট্টগ্রামের স্থানীও পত্রিকায় রায় নিয়ে ভুল সংবাদে মহামান্য হাই কোর্টের অসোন্তষচট্টগ্রামের স্থানীও পত্রিকায় রায় নিয়ে ভুল সংবাদে মহামান্য হাই কোর্টের অসোন্তষ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলি সংক্রান্ত কোনো আদেশ স্থগিত করেননি হাইকোর্ট। এরপরও ‘দুদকের সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট’