দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলি সংক্রান্ত কোনো আদেশ স্থগিত করেননি হাইকোর্ট। এরপরও ‘দুদকের সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট’ শিরোনামে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণসহ বেশ কয়েকটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। বিষয়টি নজরে আসায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন।
একইসঙ্গে এ বিষয়ে সংশোধনী প্রকাশের জন্য ব্যবস্থা নিতে দুদকের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।