বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশ সংবিধানের ৯৪ অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত সর্বোচ্চ আদালত। সুপ্রীম কোর্ট দুটি বিভাগ নিয়ে গঠিত, একটি হল এই বিভাগ এবং আরেকটি হাইকোর্ট বিভাগ, তবে উভয় বিভাগই সাংবিধানিক আদালত এবং রেকর্ডের আদালত। রমনা, ঢাকা-১০০০/পিসিজে৩+৬৯৮, ঢাকা ১০০০-এ অবস্থিত।
