দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র :
দলিলের নাম | বিবরণ | যেখানে পাওয়া যাবে |
মূল দলিল | জমি কেনার সময়ে যে দলিল সম্পাদিত হয় | সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস |
বায়া দলিল | মালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য পূর্বের দলিলসমূহ | সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস |
সি.এস. পর্চা/খতিয়ান | ১৮৯০ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত ভূমি জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হয়েছিল। জেলা ভিত্তিক এই জরিপ সম্পন্ন (১৮৯০-১৯৪০) হয়েছিল বলে এই খাতিয়ান কে ডি.এস.খতিয়ানও বলা হয়। | ডেপুটি কালেক্টরের অফিস |
আর.এস পর্চা/খতিয়ান | সি.এস.জরিপে (১৮৯০-১৯৪০) তৈরী করা রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশার অন্তর্ভুক্ত সম্পত্তির ক্ষেত্রে এ দীর্ঘ সময়ে ভোগ দখলের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তার হালনাগাদকরণের লক্ষ্যে এ সংশোধন কার্যক্রম গৃহীত হয়। | ডেপুটি কালেক্টরের অফিস |
এস.এ.পর্চা খতিয়ান | ১৯৫৬ সাল হতে ১৯৬২ সাল এই সমযের পরিসরে একটি সংক্ষিপ্ত জরিপ কার্যক্রম হাতে নেয়া হয়। এই জরিপেকে এস.এ.জরিপ বলা হয়। এ জরিপে মালিক জামিদারের নাম, জমির বিবরণ সম্বলিত তালিকা প্রণয়ন এবং সকল মালিকের নামে হাতে লেখা খতিয়ান প্রস্তুত করা হয়। | ডেপুটি কালেক্টরের অফিস |
বি.এস.পর্চা/খতিয়ান | বর্তমানে খতিয়ান হালনাগাদ করার জন্য যে জরিপ চলছে | ডেপুটি কালেক্টরের অফিস |
নামজারি খতিয়ান | জমির মালিকানা পরিবর্তনের পর দাবীকারির নামে যে খতিয়ান সম্পাদিত হয়। | সহকারী কমিশনার (ভুমি) অফিস |
ডি.সি.আর | নামজারি হয়ে যাওয়ার পর যে ডকুমেন্ট দেওয়া হয়। | সহকারী কমিশনার (ভুমি) অফিস |
কাবিননামা | বিবাহ রেজিস্ট্রির দলিল | কাজী অফিস |