দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র :

দেওয়ানী মামলার জন্য প্রয়োজনীয় দলিলপত্র :

দলিলের নামবিবরণযেখানে পাওয়া যাবে
মূল দলিলজমি কেনার সময়ে যে দলিল সম্পাদিত হয়সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস
বায়া দলিলমালিকানার ধারাবাহিকতা প্রমাণের জন্য পূর্বের দলিলসমূহসংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস
সি.এস. পর্চা/খতিয়ান১৮৯০ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত ভূমি জরিপের মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হয়েছিল। জেলা ভিত্তিক এই জরিপ সম্পন্ন (১৮৯০-১৯৪০) হয়েছিল বলে এই খাতিয়ান কে ডি.এস.খতিয়ানও বলা হয়।ডেপুটি কালেক্টরের অফিস
আর.এস পর্চা/খতিয়ানসি.এস.জরিপে (১৮৯০-১৯৪০) তৈরী করা রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশার অন্তর্ভুক্ত সম্পত্তির ক্ষেত্রে এ দীর্ঘ সময়ে ভোগ দখলের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তার হালনাগাদকরণের লক্ষ্যে এ সংশোধন কার্যক্রম গৃহীত হয়।ডেপুটি কালেক্টরের অফিস
এস.এ.পর্চা খতিয়ান১৯৫৬ সাল হতে ১৯৬২ সাল এই সমযের পরিসরে একটি সংক্ষিপ্ত জরিপ কার্যক্রম হাতে নেয়া হয়। এই জরিপেকে এস.এ.জরিপ বলা হয়। এ জরিপে মালিক জামিদারের নাম, জমির বিবরণ সম্বলিত তালিকা প্রণয়ন এবং সকল মালিকের নামে হাতে লেখা খতিয়ান প্রস্তুত করা হয়।ডেপুটি কালেক্টরের অফিস
বি.এস.পর্চা/খতিয়ানবর্তমানে খতিয়ান হালনাগাদ করার জন্য যে জরিপ চলছেডেপুটি কালেক্টরের অফিস
নামজারি খতিয়ানজমির মালিকানা পরিবর্তনের পর দাবীকারির নামে যে খতিয়ান সম্পাদিত হয়।সহকারী কমিশনার (ভুমি) অফিস
ডি.সি.আরনামজারি হয়ে যাওয়ার পর যে ডকুমেন্ট দেওয়া হয়।সহকারী কমিশনার (ভুমি) অফিস
কাবিননামাবিবাহ রেজিস্ট্রির দলিলকাজী অফিস

দেওয়ানী মামলার ধাপসমূহ :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *