কেউ আপনাকে মোবাইল ফোনে হুমকি দিলে কী করবেন?

কেউ যদি আপনাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে থাকে বা ভয়-ভীতি দেখিয়ে থাকে বা কোনো ব্যক্তির কারণে পারিবারিক বা সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হলে বা মারামারি, কলহ-বিবাদ তৈরির আশঙ্কা থাকলে আপনি ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১০৭ ধারার আশ্রয় নিতে পারেন।

১০৭ ধারায় এ ধরনের মামলা করলে সেটিকে শান্তি রক্ষার মুচলেকার মামলা বলে। এ ধারায় মামলা হলে যে আপনাকে হয়রানি করছে বা হুমকি দিচ্ছে, তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার জন্য বন্ড বা মুচলেকা নেওয়া হয়। এ ধরনের মামলা সাধারণত করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে।

মামলার আরজিতে মূল অভিযুক্ত ব্যক্তির নাম, ঠিকানাসহ কেন এবং কী কারণে আপনাকে হুমকি দিচ্ছে বা শান্তি বিনষ্ট করছে তা অবশ্যই উল্লেখ করতে হবে। ১০৭ ধারা একটি জামিনযোগ্য ধারা। এ ধারা মামলা করা হয় মূলত দায়ী বা অভিযুক্ত ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনের নিরাপত্তা প্রদান করা।

Contact us if you need legal support

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *