আমলযোগ্য ও আমল অযোগ্য উভয় ক্ষেত্রে থানা মামলা নিতে বাধ্য। আমলযোগ্য অপরাধ হচ্ছে গুরুতর ধরনের অপরাধ যেমন হত্যা, ধর্ষণ, আঘাত, মারাত্মক আঘাত, চুরি, ডাকাতি, সন্ত্রাসী ইত্যাদি অন্যদিকে আমল অযোগ্য অপরাধ হচ্ছে ছোটখাটো অপরাধ।
যদি থানা ডিউটি অফিসার মামলা না নিতে চায় সেক্ষেত্রে বিষয়টি থানার ওসি কে জানাতে হবে। ওসি মামলা নিতে অস্বীকৃতি জানালে বা ওসির সাথে কথা না বলা গেলে সে ক্ষেত্রে বিষয়টি পুলিশ সুপারকে (SP) জানানো উচিত তিনি ব্যবস্থা নিতে বাধ্য।
যাইহোক, কোনভাবেই যদি থানায় মামলা দায়ের করা সম্ভব না হয় বা থানায় মামলা দায়ের করা কষ্টকর হয়ে পড়ে সে ক্ষেত্রে অভিযোগ দায়েরের মাধ্যমে আদালতে মামলা দায়ের করা যায়।
প্রথমে একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে তিনি মামলা দায়ের করতে আপনাকে সহযোগিতা করবেন ও আইনগত বিষয়ে পরামর্শ দিবেন।
আদালত পাড়ায় বা পরিচিত আইনজীবীর মাধ্যমে অভিযোগপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগটি উপস্থাপন করে মামলা রুজু করার প্রার্থনা করা যায়। আদালত যিনি অভিযোগ দায়ের করছেন তাকে প্রশ্ন করার মাধ্যমে পরীক্ষা করে দেখবেন যে আপাত দৃষ্টিতে তার অভিযোগটি সত্য বলে মনে হচ্ছে কিনা যদি আদালতের কাছে অভিযোগটি সত্য মনে হয় তাহলে তিনি অভিযোগ গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নিবেন বা পুলিশকে মামলাটি নেয়ার জন্য আদেশ দিবেন। এবং সে ক্ষেত্রে পুলিশ মামলাটি নিতে বাধ্য থাকিবে। আর যদি আদালতের কাছে অভিযোগটি মিথ্যা বলে মনে হয় সে ক্ষেত্রে আদালত অভিযোগটি খারিজ করে দিবেন।
সাধারণতো উল্লেখযোগ্য কোনো খরচ নেই তবে আইনজীবীর খরচ আলোচনা সাপেক্ষ যা ২০০০ হাজার থেকে শুরু হয়।
অভিযোগ ও মামলা দায়ের বিষয়ে সহযোগিতা পেতে কল করুন। 01798708600