মামলার কপি সরবরাহে বাধ্যবাধকতা : থানায় মামলা হয়েছে কি না-এ ব্যাপারে সাধারণ জনগণ জানার জন্য থানায় গিয়ে মামলার কপি চাইতে গেলে বিড়ম্বনায় পড়েন। অথচ সাক্ষ্য আইনের ৭৪ নং ধারা অনুযায়ী, থানায় রক্ষিত রেজিস্ট্রারে রেকর্ডের মামলার কপি যেকোনো ব্যক্তি পদ্ধতিগতভাবে অর্থাৎ আইনগত ফি প্রদানের মাধ্যমে পাওয়ার অধিকারী। কেননা, ওই ধারা অনুযায়ী রেজিস্ট্রারে রক্ষিত মামলা পাবলিক ডকুমেন্ট।
Call us 01798708600