স্বামী কর্তৃক নির্যাতিত হলে করণীয়:
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রতিটি পরিবারে নারীরা পুরুষ কর্তৃক বা পরিবারের অন্যান্য সদস্য কর্তৃক নির্যাতিত হওয়ার ঘটনা ঘটে যার প্রেক্ষিতে সরকার একটি আইন প্রণয়ন করে যা “নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০” নামে পরিচিত।
নির্যাতন বলতে বুঝায় যে কোন প্রকারের শারীরিক নির্যাতন যেমন চড় মারা, কোন কিছু দ্বারা আঘাত করা, জখম করা বা গুরুতর জখম করা শরীরের বিভিন্ন অংশে কোন কিছুর মাধ্যমে দাগ তৈরি করে দেয়া অথবা অন্য কোনভাবে নির্যাতন যা শারীরিক কষ্ট তৈরি করে।
নির্যাতনের ঘটনা ঘটলে প্রাথমিক অবস্থায় থানায় সাধারণ ডায়েরি করা যেতে পারে তবে যদি পুলিশ মামলা নিতে চায় সেক্ষেত্রে সরাসরি মামলা করা উচিত এবং সরকারি হসপিটাল বা রেজিস্টার চিকিৎসক দ্বারা শারীরিক আঘাতের ফলে যদি কোন রকম ক্ষত বা দাগ তৈরি হয়ে থাকে সেগুলো উল্লেখ করে একটি মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা।
তবে নির্যাতনের ঘটনা ঘটলে সবচেয়ে ভালো প্রতিকার পাওয়া যায় সরাসরি আদালতে মামলা দায়ের করলে সেই ক্ষেত্রে মামলা দায়েরএর পূর্বে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে মামলা দায়ের করতে হবে।
আদালতে মামলা দায়ের করা একটি সহজ পদ্ধতি, প্রথমে পরিচিত একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে তাকে সমস্ত ঘটনা বলতে হবে। তার পরবর্তীতে ওই বিজ্ঞ আইনজীবী কোন ধারায় প্রতিকার চাইলে আদালত কর্তৃক প্রতিকার মঞ্জুর হবে এবং আসামীর শাস্তি নিশ্চিত হবে তা নির্ধারণ করে তিনি আদালতে যথাসময়ে মামলা ফাইল করার ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে খরচ সাধারণতো ৫০০০ হাজার টাকা তবে আলোচনা করে নেয়া ভালো।
সেই ক্ষেত্রে কারোর পরিচিত আইনজীবী না থাকিলে বা আইনজীবী প্রয়োজন হলে আদালতের নিকটস্থ জায়গায় আইনজীবীদের চেম্বার থাকে সে জায়গা থেকে আইনজীবী পেতে পারেন অথবা যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন নিন্মুক্ত নাম্বারে +8801924391771 / Whatsapp +8801798708600 / Call via link: