নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০
দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ
- শিশু বা নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন
- শিশু বা নারীর দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট হয় বা শরীরের কোন অংগ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা তাহার শরীরের অন্য কোন স্থান আহত হয়
- দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি নষ্ট বা মুখমণ্ডল, স্তন বা যৌনাংগ বিকৃত বা নষ্ট হওয়া
- শরীরের অন্য কোন অংগ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হওয়ার বা শরীরের কোন স্থানে আঘাত
- দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ কোন শিশু বা নারীর উপর নিক্ষেপ করেন বা করার চেষ্টা করেন
অন্যান্য অপরাধ
- নারী বা শিশুকে অপহরণ করেন
- মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোন নারী বা শিশুকে আটক
- নারী বা শিশুকে ধর্ষণ করেন
- দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন
- ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে
- ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন
- ধর্ষণের চেষ্টা করেন
- সম্ভ্রমহানি হইবার প্রত্যক্ষ কারণে কোন নারী আত্মহত্যা করিলে
- নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোন অঙ্গ স্পর্শ করেন বা কোন নারীর শ্লীলতাহানি করেন
- যৌতুকের জন্য হত্যা
- যৌতকের জন্য আঘাত
- যৌতকের জন্য মারাক্তক আঘাত
- ভিক্ষাবৃত্তি বা অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোন শিশুর হাত, পা, চক্ষু বা অন্য কোন অংগ বিনষ্ট করেন বা অন্য কোনভাবে বিকলাংগ বা বিকৃত করেন
- অপরাধের শিকার হইয়াছেন এইরূপ নারী বা শিশুর পরিচয় প্রকাশ যা সনাক্তযোগ্য
মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন বা ১৪ বছর বা ২ বছর এবং অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।
নাইম হাসান অভি
ক্রিমিনাল আইনজীবী
০১৭৯৮৭০৮৬০০